শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

বরাদ্দ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এবারের বাজেট প্রস্তাবনায় বরাদ্দ কমেছে। গত অর্থবছরে (২০১৯-২০) এই খাতে বরাদ্দ ২৮ হাজার ৫১টি টাকা থাকলেও এবার প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা।

এর মধ্যে বিদ্যুৎ বিভাগের

জন্য ২৪ হাজার ৮৫৩ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জন্য এক হাজার ৯০৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এবার বাজেটের প্রবৃদ্ধি ৮.৫৬ শতাংশ বাড়লেও বিদ্যুৎ জ্বালানি খাতে এক হাজার ২৯৩ কোটি টাকা কম বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর