শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাস থেকে জাতিকে রক্ষার জন্য গতকাল রাজধানীসহ সারা দেশের মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। খুতবায় ইমামরা মহামারীতে জীবন রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরেছেন। বর্তমান পরিস্থিতিতে আশপাশের অভাবী ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য খুতবায় আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গণজমায়েত এড়িয়ে চলে করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়। মোনাজাতে মহামারী থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে দু’হাত তুলে ফরিয়াদ জানিয়েছেন মুসল্লিরা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ?্যবিধি মেনে সুস্থ মুসল্লিদের মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হলেও সরকারের সে নির্দেশনা মানা হচ্ছে না।

 এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ?্যবিধি লঙ্ঘনের চিত্র দেখা  গেছে। দেখা যায়, মুসল্লিরা গা ঘেঁষাঘেঁষি করে মসজিদে প্রবেশ করছেন। নামাজ শেষে বের হওয়ার সময় আরও খারাপ অবস্থা। হুড়োহুড়ি করে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকের তিনটি পথ দিয়ে মসজিদ থেকে মুসল্লিরা বের হন। সামাজিক দূরত্ব বজায় রাখতে নামাজে এক কাতার ফাঁকা রাখার কথা থাকলেও তা মানা হয়নি। তবে মুসল্লিদের অধিকাংশই মুখে মাস্ক পরেছেন। অনেকে সঙ্গে রেখেছেন হ্যান্ড স্যানিটাইজার। জুমার নামাজের জন্য বায়তুল মোকাররমে পূর্ব, দক্ষিণ ও উত্তরের গেটে একটি করে দরজা খোলা রাখা হয়। প্রবেশমুখে বসানো হয় জীবাণুনাশক কক্ষ। সেসব কক্ষের ভিতর দিয়ে সারি বেঁধে মসজিদে ঢোকেন মুসল্লিরা। একটি করে প্রবেশপথ থাকায় মুসল্লিরা গা ঘেঁষাঘেঁষি করে মসজিদে প্রবেশ করেন। একইভাবে নামাজ শেষে বের হওয়ার সময় হুড়োহুড়ি করতে গিয়ে একে অপরের গায়ে এসে পড়েন। এমন অবস্থা দেখে মুসল্লিদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর