শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

হালদা থেকে বালু উত্তোলনে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়নের অংশ থেকে অবৈধভাবে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে দুটি নৌকাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমীনের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করা হয়। এ ছাড়া বিকাল ৩টায় হালদা নদীর ধলই ইউনিয়নের অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ এবং উত্তর মাদার্শার মাহলুমা মৌলভীবাজারের এস এল মেডিকোর মালিক ইদ্রিস মিয়াকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমীন বলেন, ‘করোনার এই কঠিন সময়েও থেমে নেই হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

 তবুও থামছে না অসাধু বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। অথচ এটি একটি প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ রক্ষা করা সবারই দায়িত্ব।

জানা যায়, প্রায় ২১ মাস ধরে হাটহাজারী উপজেলা প্রশাসন কঠোর নজরদারিতে রেখেছে হালদা নদীকে। ২১ মাসে প্রায় ১০৫টি অভিযান পরিচালিত হয়। জব্দ করা হয় ১ লাখ ১৫ হাজার ঘনফুট বালু ও ২ লাখ ১৩ হাজার মিটার জাল, ধ্বংস করা হয় বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি ড্রেজার ও ১২টি ইঞ্জিনচালিত নৌকা, বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ জব্দ করা হয় ৩ দশমিক ৫ মিটার, জরিমানা করা হয় এক লাখ ৩০ হাজার টাকা, কারাদ- দেওয়া হয় ৩ জনকে ও নিলামে বালু বিক্রি করা হয় দুই লাখ ২৫ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর