শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

বিচারকদের করোনা চিকিৎসা ইউনিভার্সেল মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক

অধস্তন আদালতের বিচারকদের করোনা ভাইরাসজনিত রোগ কভিড-১৯সহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড। গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। ড. মো. রেজাউল করিম জানান, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব উম্মে কুলসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় বাংলাদেশের যেকোনো বিচারবিভাগীয় কর্মকর্তা অসুস্থ হলে অগ্রাধিকার ভিত্তিতে ওই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা পাবেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর