শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

ডা. ফেরদৌস কোয়ারেন্টাইনে কেন জানতে চেয়ে নোটিস

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা ডা. ফেরদৌস খন্দকারকে কোন আইনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তা জানতে চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল ই-মেইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ নোটিস পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী জামিউল হক ফয়সালের পক্ষে এ নোটিস পাঠান ব্যারিস্টার গাজী ফরহাদ রেজা। নোটিসে বলা হয়, যুক্তরাষ্ট্রে থাকতে ডা. ফেরদৌস খন্দকারের করোনা শনাক্তের অ্যান্টিবডি টেস্ট করা হয় এবং এর ফলাফল পজিটিভ এসেছিল। তাই তার প্লাজমাও কাজে লাগানো যায়। প্রায়ই রোগীর পক্ষ থেকে নির্দিষ্ট রক্তের গ্রুপের প্লাজমা খোঁজা হচ্ছে। দেশের এই ক্রান্তিকালে সরকার ডা. ফেরদৌস খন্দকারদের মতো মানুষ খুঁজছে এবং তিনি শুধু প্লাজমা হিরো হিসেবেই নন একজন প্রথিতযশা চিকিৎসকও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর