রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

হালদার মা মাছ শিকার, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হালদার মা মাছ শিকার, জরিমানা

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে অবৈধভাবে বড়শি দিয়ে ১১ কেজি ওজনের মা মাছ শিকার করায় এক ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন অভিযান পরিচালনা করে ছিপাতলী ইউনিয়নের মোয়াজ্জেম খান বাড়ি টেক এলাকার মোহাম্মদ ইউনুচ সোহেলকে এ জরিমানা করেন। পরে জব্দকৃত মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিসার্চ ল্যাবে পাঠানো হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে হালদায় তেমন জাল দেখা না যাওয়ায় সন্দেহ হয়। শুক্রবার রাতে খবর পেলাম স্থানীয় একটি চক্র রাতে মাছ ধরে। জাল ব্যবহার না করে তারা এখন বড়শি ব্যবহার করছেন। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানলাম, ডিম ছাড়ার পর মা মাছের খাবারের চাহিদা বেড়ে যায়। এ সুযোগটি কাজে লাগিয়ে বড়শি দিয়ে রাতে মাছ ধরে চক্রটি। মাছ শিকারের খবর পেয়ে সকালে বের হই। সঙ্গে ছিলেন ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু। তারপর অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। আমরা যাওয়ার আগেই তিনি ১১ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরে ৬ হাজার টাকায় বিক্রি করেন। পরে ১২ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়। আর মাছটি হালদা রিসার্চ ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর