রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আরও এক আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আরও এক সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ (৭০)। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরের দিন শুক্রবার গ্রামের বাড়ি ভোলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এ মহিউদ্দিনসহ সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। মানিক বলেন, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরে তার লাশ গ্রামের বাড়ি ভোলায় পরিবারিকভাবে  দাফন করা হয়েছে। তার স্ত্রী ও পুত্র করোনা আক্রান্ত হয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন।

অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ একাধারে সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতি এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন বলে জানান ডিএজি মানিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর