শিরোনাম
রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

বাজেট বর্তমান পরিস্থিতি উপযোগী নয় : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটকে বর্তমান পরিস্থিতি উপযোগী নয় বলে আখ্যায়িত করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। গতকাল এক বিবৃতিতে এমন মন্তব্য করে নেতৃদ্বয় বলেন, চলমান সংকট থেকে উত্তরণের জন্য যথাযথ পরিকল্পনা বাজেটে লক্ষ্য করা যায়নি। ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে ১ লাখ ৯০ হাজার কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। বাজেটের বিরাট এই ঘাটতি কীভাবে কোথা থেকে পূরণ হবে তার নির্দিষ্ট কোনো হিসাব উল্লেখ নেই। নেতৃবৃন্দ বলেন, দেশবাসী বর্তমানে অপর্যাপ্ত চিকিৎসা ও অব্যবস্থাপনার কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার ছিল। কৃষকদের চরমভাবে আশাহত করা হয়েছে।

 সেই সঙ্গে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাতকেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। অতীতের মতোই বাজেটে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের অবৈধ টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। পরিস্থিতির বিবেচনায় দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বাজেট ঘোষণা করলে বাজেট বাস্তবায়নে কোনো সংশয় ও সন্দেহ থাকত না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর