সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

মোবাইল ভ্যানে পণ্য যাবে বাড়িতে বাড়িতে

খুলনা

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় লাগামহীন করোনা আক্রান্তের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ। দুই সপ্তাহের জন্য দোকানপাট বন্ধ করলেও ঝুঁকি কমেনি। বরং কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকানে ভিড় করছে অসংখ্য মানুষ। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে ভিন্ন কৌশলে নেমেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। নগরীর কাঁচাবাজারের প্রতিটি দোকানকে বিনামূল্যে একাধিক মোবাইল ভ্যান দেওয়া হবে। ক্রেতারা বাজারে আসবে না। মোবাইল ভ্যানে করে পণ্য পৌঁছে দেওয়া হবে বাড়িতে বাড়িতে। জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প নেওয়া হচ্ছে। কেসিসির প্রধান পরিকল্পনাবিদ আবির-উল-জব্বার বলেন, কাঁচাবাজারে অতিরিক্ত জনসমাগম থেকে করোনা ছড়াচ্ছে বেশি। এ কারণে ঝুঁকি এড়াতে বাজার ব্যবস্থা ‘ডিসেন্ট্রালাইজ’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিক্রেতা বা তার প্রতিনিধি মোবাইল ভ্যানে মালামাল নিয়ে ক্রেতার বাড়িতে পৌঁছে দেবে। বাজারটাই এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।  মোবাইল ভ্যানগুলো তিন চাকার ওপরে কাঁচের কাভার্ড দিয়ে ঘেরা থাকবে। এরই মধ্যে খুলনার বড়বাজার, নিউমার্কেট, বয়রা, রূপসা, দৌলতপুর বাজারের দোকান হিসাব করে মোবাইল ভ্যানের চাহিদা নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে শিগগিরই এ কার্যক্রম শুরু হবে। এদিকে গতকাল পর্যন্ত খুলনায় করোনা শনাক্ত হয়েছেন ৩৮৫ জন। এর অধিকাংশ খুলনা মহানগরী এলাকার। সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, বাজারে জনসমাগম কমাতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই পদ্ধতিতে নগরীতে নিরাপদ খাদ্যের মোবাইল ফুডকোর্ট চালু করা হয়েছিল। যা মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এবার মোবাইল ভ্যানের মাধ্যমে বাড়িতে কাঁচাবাজার পৌঁছে দেওয়া হবে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি কমবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর