মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

বরিশালে নকল ওষুধের কারখানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নকল ওষুধের কারখানা

বরিশাল নগরীর সাগরদী দরগাহ বাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি নকল ওষুধের কারখানা আবিষ্কার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে অন্তত ৮টি খ্যাতনামা ওষুধ কোম্পানির মোড়কে উৎপাদিত প্রায় ১০ কোটি টাকার নকল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল এবং সরঞ্জাম জব্দ করা হয়। সিলগালা করে দেওয়া হয় কারখানাটি। এদিকে নকল ওষুধ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত থাকায় কারখানা সংশ্লিষ্ট দুজনকে আটক করে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুজনের প্রত্যেককে আড়াই লাখ টাকা করে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে দন্ডাদেশ দেওয়া হয়েছে।

ঔষধ প্রশাসন এবং পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্র জানায়, ওই এলাকার হদুয়া লজ-২ নামে একটি বাড়িতে চলছিল বিভিন্ন কোম্পানির নকল ওষুধ তৈরির কার্যক্রম। ওই বাড়ির মালিক সাইফুল ইসলাম ঢাকার বাবুবাজারে ওষুধের ব্যবসা করেন। বরিশালে তার বাড়িতে উৎপাদিত এসব নকল ওষুধে খ্যাতনামা বিভিন্ন ওষুধ কোম্পানির মোড়ক লাগিয়ে ঢাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হতো। সেখান থেকে ওই ওষুধ ছড়িয়ে দেওয়া হতো সারা দেশে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর