শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

সেই ধর্ষিতা শিশুর দরিদ্রতাকে পুঁজির চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গৃহকর্মী রাত্রী (ছদ্মনাম) (১৩)। অন্তত এক বছর ধরে গৃহকর্তা এনজিও সংস্থা ইপসা’র সাবেক পরিচালক মো. মাহাবুবুর রহমানের যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু প্রতিবাদের সাহস-সক্ষমতা ছিল না তার। পরে ‘শিশু সুরক্ষা বিষয়ক জাতীয় কলসেন্টার ১০৯৮’ এর মাধ্যমে উদ্ধার হয় রাত্রী। এজাহার, পুলিশ রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, বিভিন্ন আলামত ও জবানবন্দির ভিত্তিতে মামলা হয় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। কিন্তু আসামি পরে জামিনে বেরিয়ে আসে। এখন ওই গৃহকর্মীর দারিদ্র্যতাকে পুঁজি করে মামলা প্রত্যাহারের হুমকিসহ নানা কৌশল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে মামলার একমাত্র আসামি ইপসা’র সাবেক পরিচালক মো. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে।

২০১৯ সালের ২৩ জুলাই চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, তিনি (মাহবুব) যে কাজটি করেছেন সেটি সংস্থার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। ইপসা’র শিশু সুরক্ষা নীতিমালা ও জেন্ডার নীতিমালা অনুসারে এবং ইপসা সাধারণ পরিষদ ও কার্যকরী পরিষদের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর