মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

মুক্তিযুদ্ধ জাদুঘরে আজ শুরু হচ্ছে অনলাইন চলচ্চিত্র উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হচ্ছে পাঁচ দিনের ‘৮ম লিবারেশন ডকুফেস্ট ২০২০’ শীর্ষক প্রামাণ্যচিত্র উৎসব। আজ সকাল ১১টায় মুক্তিযোদ্ধা ও প্রবীণ চিত্রনির্মাতা সালাউদ্দিন জাকি উৎসবের উদ্বোধন করবেন। করোনা সংক্রমণ রোধে এবারের উৎসবটি আয়োজিত হচ্ছে অনলাইনের মাধ্যমে। আর এটিই হচ্ছে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনলাইন চলচ্চিত্র উৎসব। প্রতিযোগিতামূলক, আন্তর্জাতিক ও জাতীয় বিভাগ ছাড়াও বিভিন্ন প্যাকেজে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ‘বঙ্গবন্ধু মুক্তিদাতা’ পর্যায়ে রয়েছে বঙ্গবন্ধু ও তৃতীয় বিশ্বের নেতাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র।

সিনেমা অব দ্য ওয়ার্ল্ড  পর্যায়ে দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ও সাম্প্রতিক প্রামাণ্যচিত্র। এ ছাড়া শিক্ষার্থীদের নির্মিত ‘ওয়ান মিনিট ফিল্ম’ পর্বে পূর্ব ভারতের নতুন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। দেশের এবং দেশের বাইরের আগ্রহী দর্শক বিনামূল্যে এসব প্রামাণ্যচিত্র দেখতে পারবেন। তবে আগ্রহী দর্শকরা www.liberationdocfestbd.org এই লিংকে রেজিস্ট্রেশন করে এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন।  আর রেজিস্ট্রেশনকারী সবাই প্রামাণ্যচিত্রের তালিকা, সময়সূচি এবং তথ্যাদি নিয়মিতভাবে পাবেন। ২০ জুন শেষ হবে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের এই অনলাইন চলচ্চিত্র উৎসব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর