শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

মধ্য রাতের আগুনে অল্পের জন্য রক্ষা পুলিশ অস্ত্রাগার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের ভিতরে একটি স্টোর রুমে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্টোর রুমটির পাশেই থাকা অস্ত্রাগারটিতে আগুন লাগলে বড় ধরনের ক্ষতি হওয়ার ঝুঁকি ছিল বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কর্মকর্তা রাসেল শিকদার জানান, রাত আড়াইটার দিকে আগুনের সংবাদ জানিয়ে আমাদের কাছে ফোন আসে। এর পরপরই আশপাশের স্টেশন থেকে একে একে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ লাইন্সের ভিতরে একটি স্টোর রুমে আগুন লাগে। সেখানে পুরনো মালামাল ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে এটি ভয়াবহ রূপ নেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে ফায়ারের তদন্ত কমিটি কাজ করছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ লাইন্সের অস্ত্রাগার ও ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে একটি টিনশেড স্টোরে আগুনের ঘটনা ঘটে। সেখানে পুরনো হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, লেগ গার্ডসহ পরিত্যক্ত বিভিন্ন মালামাল রাখা হতো। এমনিতে এসব মালামাল বছরে দুবার ধ্বংস করে ফেলা হয়। আগুনে পরিত্যক্ত এসব মালামালের সঙ্গে কিছু ভালো ত্রিপলও পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় অস্ত্রাগারসহ অনেক সম্পদ রক্ষা পেয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর