মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর লেনদেন মোবাইলে করার দাবি পীর মিসবাহর

নিজস্ব প্রতিবেদক

সংসদে দেশে চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনীর  লেনদেন মোবাইলে সম্পন্ন করার দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। গতকাল সম্পূরক বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উত্থাপিত মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওপর আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। পীর মিসবাহ বলেন, করোনাভাইরাসের এই দুর্যোগের সময়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রমে ব্যাংকের মাধ্যমে পরিচালিত হওয়ায় সংক্রমণ ঝুঁকি বাড়ছে। আমার এলাকায় ব্যাংকের সামনে উপকারভোগীদের ভিড় সামাল দিতে স্বেচ্ছাসেবকদের দিয়ে সামাজিক দূরত্ব রক্ষা করতে হিমশিম খেতে হয়েছে।

এছাড়া সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে যে অনুদান বিতরণ করা হয়, সে বিতরণ তালিকা নিয়ে অনেকক্ষেত্রে স্বচ্ছতার অভাবের অভিযোগও উঠছে। পরে সমাজ কল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ তার মঞ্জুরী প্রস্তাবের সপক্ষে জবাব দিতে দাঁড়িয়ে বলেন, আমি পীর ফজলুর রহমান সাহেবকে আশ্বস্ত করতে চাই যে, আগামী তিন মাসের মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনির লেনদেন মোবাইলে সম্পন্ন করার কাজ শুরু হবে। একইসঙ্গে তিনি জানান, পীর সাহেব সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে যে অনুদান বিতরণের বিষয়ে কথা বলেছেন, এবার সে তহবিলে সব টাকা করোনা তহবিলে স্থানান্তর করা হয়েছে। ফলে এবার উক্ত তহবিল থেকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর