মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা পরিস্থিতিতেও সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ হচ্ছে না : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেছেন, করোনা পরিস্থিতিতেও সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ হচ্ছে না। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হতে হবে। এদের এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে অন্য কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়। গতকাল পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দিনমজুর ও নিম্নবিত্ত আলেমদের সহযোগিতার জন্য কেন্দ্রীয় ত্রাণ কমিটির কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর