বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

হ্যান্ডলিংয়ে রেকর্ড চট্টগ্রাম বন্দরে

রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম

করোনাকালেও কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড স্থাপন করেছে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে ঘণ্টায় প্রায় ৫০ টিইইউএস  হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) সূত্র। বন্দরের পরিবহন বিভাগ বলছে, করোনা পরিস্থিতিতে চারদিকের ভয়াবহ অবস্থার মাঝেও বন্দরের অভ্যন্তরে প্রত্যাশার চেয়ে বেশি কাজ হচ্ছে। বহির্নোঙরে জাহাজ জট পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১১ নম্বর বার্থে ‘এমভি মার্কস বিনতুলু’ নামের সিঙ্গাপুরে একটি কন্টেইনার জাহাজ হ্যান্ডলিংয়ে চবক এ যাবৎকালের রেকর্ড ভঙ্গ করেছে। মাত্র ৮৪ ঘণ্টায় চার হাজারেরও বেশি আমদানি রপ্তানি পণ্যবোঝাই কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা প্রতি ঘণ্টায় প্রায় ৫০ টিইইউএস কন্টেইনার। বন্দরের ১১ নম্বর বার্থ অপারেটর ‘বশির আহমদ অ্যান্ড কোম্পানি লিমিটেড’-এর সিইও মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ‘কোনো রেকর্ড সৃষ্টির লক্ষ্যে নয়, করোনা পরিস্থিতির মাঝেও আমরা আমাদের মতো কাজ করেছি। তবে এতে রেকর্ড তৈরি হয়েছে। প্রতি ঘণ্টায় প্রায় ৫০ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং সহজ কথা নয়’ বলেও তিনি উল্লেখ করেন। চবক সূত্র জানিয়েছে, এমভি মার্কস বিনতুলু নামের জাহাজটি ২০৫৮ টিইইউএস কন্টেনার নিয়ে গত ১১ জুন বিকেলে চট্টগ্রাম বন্দরে আসে। আমদানি কন্টেইনারগুলো খালাসের পর জাহাজটিতে সিঙ্গাপুর নেওয়ার জন্য রপ্তানিপণ্য বোঝাই ১৯৮০ টিইইউএস কন্টেইনার আপলোড হয়। সোমবার ভোরে জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করে।

সংশ্লিষ্টরা জানান, তিনটি ক্রেন ব্যবহার করে আমদানি এবং রপ্তানি পণ্যবোঝাই সর্বমোট চার হাজার ৩৮ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করা হয়। এর আগে এত দ্রুত সময়ে বিপুল পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড নেই। এমভি মার্কস বিনতুলু জাহাজটির স্থানীয় এজেন্ট মার্কস বাংলাদেশ লিমিটেড। শ্রমিক-কর্মচারীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর চেষ্টায় এটি সম্ভব হয়েছে। এভাবে প্রতিটি বার্থে হ্যান্ডলিং হলে জাহাজের অবস্থানকাল কমে যাওয়া ছাড়াও বহির্নোঙরে দেখা দেওয়া জট থেকেও মুক্তি মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর