বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামে প্রতারণা

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী অঞ্চলে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নাম দিয়ে প্রতারণায় নেমেছে একটি চক্র। দেশের সব উপজেলায় একটি করে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে প্রচার করে ওই চক্রটি রাজশাহী, নাটোর, বগুড়া, নওগাঁসহ উত্তরাঞ্চলজুড়ে জাল বিস্তার করার চেষ্টা করছে। আর এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে রাজশাহীর উচ্চশিক্ষিতদের ম্যানেজ করে নিজ এলাকায় জমি সংগ্রহ করার পাশাপাশি শিক্ষক-কর্মচারী নিয়োগেরও চেষ্টা চালাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে ডিও লেটার নিতে তারা তৎপরতা চালাচ্ছেন। এ নিয়ে ক্ষুব্ধ রাজশাহীর এমপিরা। রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন বলেন, ‘আমার কাছেও কয়েকজন দুই-তিন মাস ধরে ঘুরাঘুরি করছে ডিও লেটারের জন্য। আমার দুই উপজেলায় দুটি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করার জন্য একাধিক আবেদন নিয়ে ঘুরছেন অনেকেই। অথচ সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু তারপরও কিছু লোক এ ধরনের প্রতিষ্ঠান খোলার জন্য আমার কাছে ঘুরছে। কেউ কেউ এরই মধ্যে শিক্ষক-কর্মচারীও নিয়োগ দিয়েছে বলে শুনেছি। কিন্তু কারা এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি দিল, সেটি তদন্ত করে দেখা দরকার।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, এ ধরনের প্রতিষ্ঠান সরকার থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। এমনকি মুক্তিযুদ্ধবিষয়ক কোনো প্রকল্প শিক্ষা মন্ত্রণালয় বা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেই। এ বিষয়টি দুটি মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি।

 কিন্তু তারপরও প্রতিষ্ঠান খোলার নামে নিরীহ মানুষকে কেউ কেউ পুঁজি করছেন। জনপ্রতিনিধিদের কাছ থেকে ডিও দাবি করছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর