বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

প্রস্তাবিত বাজেট শুভঙ্করের ফাঁকি

------- রিজভী

নিজস্ব প্রতিবেদক

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট একেবারে শুভঙ্করের ফাঁকি। মানুষকে বোকা বানানোর বাজেট। বাজেটের মধ্যে ফুটে উঠেছে সরকারের নির্মমতা নির্দয়তা। বাজেট পাস হয়নি এর আগে মোবাইল থেকে টাকা পাচার শুরু হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাত। সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। মানববন্ধনের আয়োজন করে ফিউচার অব বাংলাদেশ। এরপর দুপুরে রাজধানীর শ্যামলী মোড়ে মোহাম্মদপুর ছাত্রদল আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণে যোগ দেন রুহুল কবির রিজভী।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান নিজের জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশকে আত্মনির্ভরশীল করে গেছেন। অল্প সময়ের মধ্যে এমন কোনো খাত নেই যে তিনি উন্নয়ন করেননি। এ জন্য  দেশি-বিদেশি ষড়যন্ত্র করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। তার আদর্শকে হত্যা করা যায়নি। তার সততা, দেশপ্রেম মানুষ ভুলে যায়নি। তার অবদান মানুষ কোনো দিন ভুলবে না, সারা জীবন স্মরণ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর