বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

মুশফিকুরের অর্থে বগুড়ায় করোনার নমুনা সংগ্রহ বুথ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীমের বিক্রীত ব্যাটের অর্থ দিয়ে বগুড়ায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ৪টি বুথ খোলা হয়েছে।  গতকাল বিকালে এই বুথ খোলার পরপরই সদর উপজেলার অর্ধশতাধিক মানুষ তাদের নমুনা প্রদান করেন। নমুনা প্রদান করেন কর্মরত সাংবাদিকরাও। বুথগুলোর উন্মুক্ত করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বগুড়া চেম্বারের সভাপতি মাছুদুর রহমান মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. সামির হোসেন। এসময় উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মেধাবী ক্রিকেটার তৌহিদ হৃদয়, তানজিদ তামিম, সাবিত হোসাইন, এডনিস তালুকদার বাবু, ডা. মিজানুর রহমান, ডা. ইফতেখার হায়দার খান, ডা. মনিরুজ্জামান প্রমুখ।

ডা. ইশরাত জাহান জান্নাতি, ডা. নিশাত তাসনিম, মাছুদুর রহমান বাপ্পি, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সভাপতি মোজাফ্ফর হোসেন বাদল, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শামীমা আকতার, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোতাহার হোসেন, শফিউজ্জামান, কম্পিউটার অপারেটর রনজন কুমার দাস, নান্নু মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর