শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

ছয় মাস না যেতেই বিবর্ণ সড়ক

কাজী শাহেদ, রাজশাহী

ছয় মাস না যেতেই বিবর্ণ সড়ক

রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা হয়ে টিকাপাড়া দিয়ে তালাইমারী সড়ক। মাত্র ৬ মাস আগেই সড়কটি সংস্কারে ব্যয় করা হয়েছে কোটি টাকা। কিন্তু এখনই সড়কটির হাল বিবর্ণ। একটু বৃষ্টিতে জমেছে হাঁটু পানি। পুরো সড়কটির হালই এমন।  গণকপাড়া হয়ে হোটেল নাইসের সড়কটি খানাখন্দে ভরা। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার ভাঙাচোরা সড়ক সংস্কারে গত বছর ১৭৩ কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু ছয় মাস না যেতেই সড়কগুলো বিবর্ণ। অনেক সড়কে তৈরি হয়েছে গর্ত। কোথাও উঠে গেছে পাথর। ভাঙাচোরা সড়কে তাই দুর্গতি বেড়েছে মানুষের। গ্যাস আর পানির সংযোগ দিতে গিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে এসব সড়ক। সেই ক্ষত ঢাকার জন্য ১৭৩ কোটি টাকার প্রকল্প নেয় রাসিক। ৩০টি ওয়ার্ড ও ১৩৪টি মহল্লাজুড়ে বিস্তৃত এই মহানগরীর অধিকাংশ সড়কই বেহাল। রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার জানান, কিছু সড়কের বেহাল অবস্থা হয়ে আছে। সেগুলো মেরামতে ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। বর্ষার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। নগরীর ১২ নম্বর ওয়ার্ড পরিচ্ছন্ন হিসেবে স্বীকৃত। কিন্তু এখানকার সড়কগুলোর বেহাল অবস্থা। কিছুদিন আগেই এই সড়কটি কার্পেটিং হয়েছে। কিন্তু এখনই উঠে যাচ্ছে সড়কের পাথর। মসজিদ মিশন স্কুল থেকে বড়কুটি এবং বড়কুঠি থেকে দরগা পর্যন্ত সড়কের পাথর উঠে যাচ্ছে। অনেক জায়গায় ক্ষত-বিক্ষত সড়ক। পিএন স্কুলের পিছনের সড়কটি দিয়ে চলাচল করতে চান না অনেকে। এটি নগরীর কোনো সড়ক কিনা সেটি নিয়েই আক্ষেপ আছে মানুষের। খানাখন্দে ভরা এই সড়কটিতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এই এলাকার বেশ কিছু রাস্তা নিয়ে সাধারণ মানুষের আছে বিস্তর অভিযোগ। ২৬ নম্বর ওয়ার্ডের চকপাড়া এলাকার সড়কে ইট-পাথরের প্রলেপ পড়েনি। নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকার আশরাফুল ইসলাম বলেন, তাদের রাস্তা এখনো কাঁচা। বৃষ্টি হলেই পানি জমে।                 রাজশাহী কলেজের সামনের সড়কের ২০০ গজের মধ্যে তিন জায়গায় ক্ষত-বিক্ষত। অটোরিকশা চলাচল করতে গিয়ে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে লক্ষ্মীপুর মোড় পর্যন্ত সড়কটিতে শতাধিক জায়গায় ভাঙাচোরা। নগরীর গলিপথগুলোর অবস্থাও খারাপ। গ্যাস সংযোগ দেওয়া হয়েছে দুই বছর আগে। কিন্তু এখনো সড়কগুলো মেরামত করা হয়নি। রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার জানান, টিকাপাড়ার সড়কটি ঠিকাদারকে আবারও মেরামত করে দিতে বলা হয়েছে। এ জন্য ওই ঠিকাদারকে এখনো কোনো বিল পরিশোধ করা হয়নি।

এসব ভাঙাচোরা সড়ক পর্যায়ক্রমে মেরামত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর