শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

অনলাইন সিস্টেমের কারণেই বন্ধ হচ্ছে আন্তনগর ট্রেন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সাধারণ মানুষের ভ্রমণের একমাত্র ভরসার পরিবহন বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল। নি¤œ-মধ্যবিত্ত ও চাকরিজীবীরা ট্রেনেই ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। ট্রেনের টিকিটের চাহিদা প্রচুর থাকলেও শুধু অনলাইন সিস্টেমের কারণেই সেই নি¤œ-মধ্যবিত্তরাই ট্রেন ভ্রমণ থেকে বঞ্চিত হতে যাচ্ছে ২১ জুন থেকেই। তবে সীমিত পরিসরে কিছু হলেও কাউন্টারে টিকিট না দেওয়া এবং শুধু অনলাইন টিকিট বিক্রয়ের কারণেই ঢাকা-চট্টগ্রাম রুটের গুরুত্বপূর্ণ আন্তনগরের সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেসের দুটি ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। ট্রেন চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা পেয়েছেন বলে জানান পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট  (সিওপিএস) মো. শাহনেওয়াজ। জানা গেছে, গত বুধবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় ২০ ও ২১ জুন সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস ট্রেনের সার্ভিস বন্ধ রাখা হবে। নোয়াখালী জেলা লকডাউন হলে উপকূল এক্সপ্রেস (৭১১/৭১২) ট্রেন দুটি লাকসাম পর্যন্ত যাত্রী পরিবহন করছে। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের আন্তঃনগরসহ লোকাল একাধিক ট্রেন চলাচল করে আসছে। ট্রেনে যাত্রী সংকট, কম টিকিট বিক্রয়সহ নানা অজুহাতে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি আন্তনগর ট্রেন সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস আগামী ২১ জুন ও ২২ জুন থেকে চলাচল বন্ধ রাখবে বলে রেলওয়ে সূত্রে নিশ্চিত করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, কোনো প্রচারণা ছাড়াই টিকিট বিক্রি করা হচ্ছিল অনলাইনে। অনলাইনে টিকিট কাটতে জানেন না, কাউন্টারেই টিকিট কাটতে অভ্যস্ত যাত্রীরা। নিয়মকানুনও জানেন না অনেকে।

এ কারণে টিকিটের বিক্রি কম। কাউন্টারে তিন ফুট অন্তর গোলবৃত্ত করে দিয়ে টিকিট বিক্রি করলে সামাজিক দূরত্ব শতভাগ নিশ্চিত হবে। জোন বিভাজনের আগেই নোয়াখালী জেলা লকডাউন থাকায় ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-লাকসাম-ঢাকা পর্যন্ত যাত্রী পরিবহন করছিল। তবে ১৬ জুন থেকে রেড জোনের আওতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে যাত্রী কমে যাওয়ায় যাত্রীবাহী  ট্রেন সেবার পরিধিও কমিয়ে আনা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর