শিরোনাম
শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

রেড জোনে লকডাউন বাস্তবায়নে হেলাফেলা

বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা

রাহাত খান, বরিশাল

রেড জোন চিহ্নিত করার পরও লকডাউন কার্যকরে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় বরিশালে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালও নতুন করে বরিশাল বিভাগে ৯৩ জনের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ৩৫ জনের মৃত্যু হলো করোনায়। ১২ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত বরিশাল বিভাগে করোনা আক্রান্তের পরও নেগেটিভ হয়েছেন ৪৭১ জন। বরিশাল বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম ল জানান, বৃহস্পতিবার নতুন করে ৯৩ জনসহ এ পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের এবং সুস্থ হয়েছেন ৪৭১ জন। সে হিসেবে গতকাল পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্ত ছিলেন ১ হাজার ২৮৮ জন। মোট আক্রান্তের মধ্যে সর্বাধিক ১ হাজার ৫৭ জন বরিশাল জেলা ও নগরীতে, পটুয়াখালীতে ১৯৯ জন, ভোলায় ১৫৯ জন, পিরোজপুরে ১৩৩ জন, বরগুনায় ১৪৪ জন এবং ঝালকাঠিতে ১০২ জন। তিনি জানান, স্বাস্থ্য অধিদফতর প্রণীত বরিশালের রেড জোনে লকডাউন কার্যকরের জন্য সিটি মেয়রসহ সংশ্লিস্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। যে কোনো সময় ঘোষিত রেড জোনে সব কর্তৃপক্ষের সহায়তায় লকডাউন বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, জোনিং এবং লকডাউনের সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ থেকে আসেনি। স্বাস্থ্য অধিদফতর সিভিল সার্জনদের জোনিং বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। লকডাউন বাস্তবায়নের দায়িত্ব সিভিল সার্জনদের। স্বাস্থ্য অধিদফতর যে জরুরি ঘোষণা জারি করেছে সেখানে জেলা প্রশাসনের জন্য সুনির্দিস্ট নির্দেশনা নেই। তবে ওই চিঠিতে সিটি করপোরেশন এলাকায় সিটি মেয়রকে এবং জেলায় জেলা প্রশাসককে জোনিং ব্যবস্থা বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের জোনিং তালিকায় কিছু বিচ্যুতি আছে। ওই জোনিং বিশ্লেষণ করে পরিকল্পনা অনুযায়ী লকডাউন কার্যকর করতে সময় লাগছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর