শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের গেজেট হাই কোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অবসরপ্রাপ্ত বিজিবির হাবিলদার মো. আবু তাহেরের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের গেজেটের কার্যতালিকা স্থগিত করেছে হাই কোর্ট। তার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাই কোর্ট এ আদেশ দেয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৩৪ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গেজেট প্রকাশ হয়েছিল। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আবদুল কাইয়ূম। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম আশরাফুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ। পরে আবদুল কাইয়ূম জানান, লালমুক্তি বার্তায় নাম থাকা হাবিলদার আবু তাহের ২০০৩ সালের ৬ নভেম্বর মুক্তিযোদ্ধার সাময়িক সনদ পান। এ ছাড়া ২০১০ সালে ৩১ মার্চ জারি করা বিজিবি গেজেটেও তার নাম আছে।

দুই নম্বর সেক্টরের অধীনের এ মুক্তিযোদ্ধা গত ১৩ মেও সুযোগ-সুবিধা পেয়েছিলেন। কিন্তু ৭ জুন জারি করা বাতিলের গেজেটে ১১৩৪ জনের মধ্যে তার নামও আছে। তার সিরিয়াল নম্বর ৮০০। ওই গেজেট তাদের সনদ বাতিল করা হয়। এটা আইনসম্মত না হওয়ায় তিনি হাই কোর্টে রিট করেন। হাই কোর্ট তার ক্ষেত্রে ৭ জুনের গেজেট স্থগিত করেছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর