শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

পদোন্নতির দেড় বছর পর ২১৫ পুলিশ কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তাকে পদোন্নতির দেড় বছর পর বদলি/পদায়ন করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি/পদায়ন করা হয়েছে। ২০১৮ সালের ৭ নভেম্বর ২৩০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে ২১৫ জনকে প্রায় দেড় বছর পর পদায়ন করা হলো। কিন্তু ওই সময় পদ খালি না থাকায় তাদের ‘সুপারনিউমারি পুলিশ সুপার’ করা হয়েছিল বলে জানা গেছে। তাদের পদায়ন করতে চলতি সপ্তাহে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কাঠামোয় আরও ২১৫টি এসপি পদ তৈরি করে সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি এসপি পদ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, এর আগে পুলিশ সুপার পদের সংখ্যা ছিল ৩৬৯টি। নতুন ২১৫টি পদ সৃজন হওয়ায় পদের সংখ্যা দাঁড়াল ৫৮৪টিতে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৯টি এসপি পদ পেয়েছে পিবিআই। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পেয়েছে ৩০টি এসপি পদ। এর বাইরে পুলিশ সদর দফতর ও বিশেষ শাখা পেয়েছে ১৭টি করে। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা এবং হাইওয়ে পুলিশ পেয়েছে একটি করে। পুলিশ স্টাফ কলেজ ঢাকা, পুলিশ টেলিকম এবং রেলওয়ে পুলিশ পেয়েছে দুটি করে এসপি পদ। শিল্পাঞ্চল পুলিশ ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দুটি করে এসপি পদ পেয়েছে। অ্যান্টি টেরোরিজম ইউনিট পেয়েছে তিনটি এসপি পদ। মহানগর পুলিশেও যুক্ত হয়েছে নতুন এসপি পদ। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পেয়েছে ১৫টি, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ৫টি এসপি পদ পেয়েছে। এ ছাড়া খুলনা, রাজশাহী ও বরিশাল মহানগর পুলিশ পেয়েছে দুটি করে এসপি পদ। সিলেট মহানগর পুলিশ পেয়েছে চারটি, গাজীপুর মহানগর পুলিশ পেয়েছে পাঁচটি এবং রংপুর মহানগর পুলিশ পেয়েছে চারটি এসপি পদ। মহানগরের পাশাপাশি রেঞ্জ পুলিশেও তৈরি হয়েছে নতুন এসপি পদ। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ রেঞ্জে দুটি করে এসপি পদ তৈরি করা হয়েছে। পাশাপাশি নৌ পুলিশে চারটি, ট্যুরিস্ট পুলিশে ৫টি, পিটিসি টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা এবং রংপুরে একটি করে এসপি পদ তৈরি করা হয়েছে। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার-সিএমপিতে একটি এসপি পদ তৈরি করা হয়েছে। এ ছাড়া জেলা পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারেও নতুন এসপি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে গাজীপুর, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল এবং পিরোজপুর জেলায় একটি করে এসপি পদ তৈরি করা হয়েছে। একই সঙ্গে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এপিবিএনের ১০ম ব্যাটালিয়ন খাগড়াছড়ি জেলায় একটি এসপি পদ তৈরি করা হয়েছে। আগে বাংলাদেশ পুলিশে মোট পদের সংখ্যা কনস্টেবল থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পর্যন্ত সিভিল পদসহ ২ লাখ ১২ হাজার ৫২৯টি ছিল। নতুন ২১৫টি এসপি পদ সৃষ্টি হওয়ায় বর্তমানে পুলিশে মোট পদের সংখ্যা দাঁড়াল ২ লাখ ১২ হাজার ৭৪৪ টিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর