শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম

রেলের ২৬ হাজার স্টাফের পাশে ‘কুইক রেসপন্স টিম’

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চলমান করোনা পরিস্থিতিতেও রেলওয়ে একটি বিশাল কর্মযজ্ঞে কাজ করছেন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রায় ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারী। করোনায় আক্রান্ত হতে পারে এমন ঝুঁকিতেও থেমে নেই স্টাফদের নানাবিধ কর্মযজ্ঞ। এরই মধ্যে রেলের দায়িত্বশীল কিছু কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন এবং উপসর্গ নিয়েই চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতাল ও ঘরেই। এসব আক্রান্তের বিষয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. সামশুজ্জামানের পৃথক নির্দেশনায় করোনা আক্রান্ত রেলপথ মন্ত্রণালয় এবং পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়েতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতায় পৃথক তিনটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক মন্ত্রণালয় এবং রেলওয়ের পূর্ব-পশ্চিমের জন্য পৃথক টিম গঠন করা হয়েছে। এই টিম করোনায় আক্রান্তদের জন্য রেলওয়ের পক্ষ থেকে খাদ্য, ওষুধ ও সুরক্ষা সামগ্রীসহ নানাবিধ সাহায্য-সহযোগিতা প্রদান করবেন। রেলওয়ে মহাপরিচালক (ডিজি) দফতর থেকে নির্দেশনা পেয়েই দ্রুততার সঙ্গে পূর্বাঞ্চলের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সমন্বয়ে ১০ সদস্যের একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছেন বলে নিশ্চিত করেছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, পূর্বাঞ্চলে প্রায় ১২ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

জনবল সংকটের মধ্যেও ট্রেন চলাচল, লাইন মেরামত, কোচ তৈরির কাজসহ নানাভাবেই স্টাফরা দায়িত্ব পালন করছেন এই মহামারীর সময়ে। কোনো না কোনোভাবেই আমার স্টাফরা আক্রান্ত হচ্ছেন। সব কিছু বিবেচনা করেই ডিজি দফতরের নির্দেশনায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে। তিনি বলেন, এই টিম আক্রান্ত ব্যক্তি বা পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। প্রয়োজনে চাহিদার ভিত্তিতেই খাদ্য, ওষুধ, সুরক্ষা সামগ্রীসহ অন্যান্য যে কোনো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কোনো সময় ডিজি দফতর ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সব কর্মকান্ড পরিচালনা করা হবে বলেও জানান তিনি। একই কথা বললেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহও।

সর্বশেষ খবর