শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

হাসপাতালে আজ থেকে ডিএনসিসির মশক নিধন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কভিড ও নন-কভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও অন্যান্য চিকিৎসাসেবক যেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হন এ জন্য আজ থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। মশক নিধন কার্যক্রমের মধ্যে সকালে লার্ভিসাইডিং এবং বিকালে এডাল্টিসাইডিং  প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, ইতিমধ্যে ডিএনসিসি হাসপাতালগুলোর আঙ্গিনায় এবং আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে। ডিএনসিসির অন্যান্য এলাকায় স্বাভাবিক মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর