শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা উপসর্গে চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সরকারি জেনারেল হাসপাতালের (সদর) চর্ম ও যৌন রোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. এমদাদ উল্লাহ খান করোনার উপসর্গ নিয়ে শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বিকাল ৫টা ৩৫ মিনিটে মারা যান তিনি। এর আগে করোনা উপসর্গসহ মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার বিকালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তিনি। স্ত্রী ও দুই সন্তানের জনক ডা. এমদাদুল্লাহ খান গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় টায় তার অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত তাকে শেবাচিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

গতকাল দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে বরিশালে করোনা এবং উপসর্গ নিয়ে দুজন ডাক্তারের মৃত্যু হলো।

সর্বশেষ খবর