রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

কিট সংকটে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা করোনা হাসপাতাল

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

কিট সংকটে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা করোনা হাসপাতাল

কিট সংকটে নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল ঘোষিত খানপুর ৩০০ শয্যা হাসপাতাল। এতে বন্ধ হয়ে গেছে করোনা টেস্ট। এ নিয়ে মহা সংকটে পড়েছেন জেলা স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সংগৃহীত কয়েকশত নমুনা ও উপসর্গ রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগকে। এ নিয়ে গত ৪ দিন ধরে বন্ধ রয়েছে করোনা টেস্ট। আজ কীট আসবে কিনা তা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি দায়িত্বশীলরা। জেলা স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানায়, বুধবার থেকে গতকাল পর্যন্ত গত চারদিন যাবত কিট সংকটের কারণে নারায়ণগঞ্জের একমাত্র সরকারি পিসিআর ল্যাবটিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এতে একদিকে সংগৃহীত নমুনা ও অন্যদিকে উপসর্গ নিয়ে আসা রোগীদের উপচেপড়া ভিড় ও কিট যে নেই তা জবাবদিহি করতে করতে অস্থির চিকিৎসকরা। এছাড়া যারা স্যাম্পল দিয়ে গেছেন তারা রিপোর্ট জানতে মরিয়া হয়ে উঠেছে। সবকিছু মিলিয়ে অকুল পাথারে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা সিভিল সার্জন সংশ্লিষ্টরা জানান, খানপুর তিনশ শয্যা হাসাপাতালে সরকারি ল্যাবটিতে কিট সংকটের কারণে নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। যার ফলে সেখানে শত শত স্যাম্পল জমা হয়ে আছে। আর এসব স্যাম্পল সময়মত পাঠাতে না পারলে কার্যকারিতা হারাবে। এখন উপায় না পেয়ে কেবল রূপগঞ্জেই নমুনা পাঠাতে হচ্ছে। শুক্রবার ২৫০ জনের নমুনা পাঠানো হয়েছে সেখানে। তারা আরও জানায়, গত এক মাসেরও বেশি সময় ধরে জেলায় সংগৃহীত নমুনার বড় একটি অংশ নারায়ণগঞ্জ ৩০০ শয্যার সরকারি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হচ্ছিল। দৈনিক ২৮২টি নমুনা পরীক্ষা হতো এখানে। কিন্তু বর্তমানে এখানে হাজারের ওপর নমুনা সংগ্রহ করা প্রয়োজন। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কিট চেয়ে চিঠি দিয়েছি কিন্তু কিট এখনো আসেনি। বুধবার থেকে নমুনা পরীক্ষা বন্ধ। শুক্রবার থেকে নমুনা সংগ্রহও বন্ধ রয়েছে। এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছি। খুব পেরেশানির মধ্যে আছি। আমার হাসপাতালে ৪০০ নমুনা সংগ্রহ করা আছে। কিন্তু কিটের কারণে পরীক্ষা করতে পারছি না। মানুষের নমুনাও নিতে পারছি না। আমি স্বাস্থ্য অধিদফতরে বলেছি - হয় আমাকে কিট দিন, না হলে অন্য মেশিন দিন। তিনি আরও বলেন, ‘রবিবার কীট আসার কথা, তবে নিশ্চিয়তা দিতে পারছি না।’

সর্বশেষ খবর