রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

দক্ষিণের চেয়ে আক্রান্ত উত্তরে বেশি

চট্টগ্রাম

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনা ঝুঁকি এবার ‘টেনশন’ বাড়াচ্ছে উপজেলা পর্যায়ে। উপজেলাগুলো আক্রান্তের বিষয়ে স্থানীয় বাসিন্দারা নানা দুশিন্তায় ভুগছেন। চট্টগ্রামে উপজেলাগুলোর মধ্যে দক্ষিণ জেলার চেয়ে উত্তর জেলায় বেশি আক্রান্ত হয়েছে। এদের মধ্যে হাটহাজারী উপজেলায় সর্বোচ্চ ৩৪৭ জন আক্রান্ত হয়েছে। ২য় সর্বোচ্চ ২৪৯ জন দক্ষিণ জেলার পটিয়া উপজেলায়। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৫৩ জন। নগর ও উপজেলায় করোনায় মারা গেছেন ১৩৪ জন। গত ১৯ জুনের সর্বশেষ তথ্যে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন ও সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ১৯ জুন পর্যন্ত চট্টগ্রামের উপজেলা পযার্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ শতাংশ। নগরীতে আক্রান্ত হয়েছেন ৬৯ শতাংশ। এর মধ্যে বেশি আক্রান্ত হয়েছেন ৩১-৪০ বছর বয়সের মানুষ। কম আক্রান্ত হয়েছেন ০-১০ বছরের শিশুরা। তাছাড়া উপজেলার মধ্যে বেশি আক্রান্ত হয়েছে হাটহাজারী উপজেলায় ৩৪৭ জন, দ্বিতীয় আক্রান্ত পটিয়া উপজেলায় ২৪৯ জন, উপজেলার মধ্যে আক্রান্ত কম হয়েছে সন্দ্বীপ-২৫ জন। উপজেলাগুলোর মধ্যে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জন। এর আগে গত ৯ এপ্রিল চট্টগ্রামের উপজেলা সাতকানিয়াতে প্রথম করোনা পজিটিভ রোগী মারা গেছেন একজন। চট্টগ্রামে ১৯ জুন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫০ জন। এর মধ্যে নগরীতে ৪ হাজার ৯৫৩ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন।

এতে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধাও আক্রান্ত রয়েছেন। তবে শিশুরা কম হলেও ৩১-৪০ বছরের বয়সের লোকজন বেশি আক্রান্ত হচ্ছেন। সব মিলে নগরীরে ৬৯ শতাংশ এবং উপজেলায় ৩১ শতাংশ আক্রান্ত হয়েছেন।  চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম নগরী ও জেলার উপজেলাগুলোতে করোনায় আক্রান্তদের নানাবিধ বিষয়ে সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করছেন স্থানীয় প্রশাসন। চট্টগ্রাম নগরীর বাইরে উপজেলায় করোনা রোগী কম। তারপরও নগরী ছাড়াও উপজেলাগুলো রেড জোন, ইয়োলো জোন, গ্রীন জোনের আওতায় আনা হচ্ছে। সরকারি নির্দেশনা মোতাবেক এসব কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর