রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে ওএমএসের চাল বিক্রির সময় জব্দ, মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারি বরাদ্দের ওএমএসের চাল বিক্রির সময় ৬৭ বস্তা ও গুদামে অভিযান চালিয়ে আরও ৩০ বস্তা মোট ৯৭ বস্তা চাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে ও গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব চাল জব্দ করা হয়। উপজেলার ফতেপুরের আকতার সওদাগরের মুদি দোকানে ওএমএসের এ চাল কম দামে বিক্রি করা হচ্ছিল। সরকারি বরাদ্দের চাল বিক্রির অপরাধে ডিলার মো. ইউসুফের বিরুদ্ধে উপজেলা খাদ্য কর্মকর্তা মামলা করেছেন। তিনি বলেন, গোডাউনের মালিক ও ডিলার ইউসুফকে ফোন করে সরকারি বরাদ্দের ওএমএসের চাল বিভিন্ন মুদি দোকানে কেন পাইকারি বিক্রি করছেন এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এদিকে গতকাল সকালে সরকারি সিল মারা ওএমএসের বস্তা বদল করে অন্য বস্তায় চাল বিক্রির সময় একই ডিলারের আরও ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর