রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

দুর্নীতির মহামারী বন্ধ করতে হবে

- মাওলানা ইসহাক

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনভাইরাসের মহামারী থেকে মুক্তি পেতে হলে দুর্নীতির মহামারী বন্ধ করতে হবে। করোনাভাইরাসের এ দুর্যোগের মধ্যেও স্বাস্থ্যসামগ্রী ক্রয়ে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। ত্রাণ বিতরণে চুরির ঘটনা এখনো বন্ধ হয়নি। আমাদের জাতীয়ভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে। খেলাফত মজলিশ জেলা-মহানগরী সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ভার্চুয়াল তরবিয়তি মজলিশের গতকাল সমাপনী দিনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিমের পরিচালনায় মজলিশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাসউদ খান, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসাইন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। এতে সারা দেশের সাংগঠনিক জেলা-মহানগরী শাখার দায়িত্বশীলরা ডেলিগেট হিসেবে সংযুক্ত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর