রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

ঢাবি ছাত্র মেহেদী হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাজীবকে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছেন তার বন্ধু, সহপাঠী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এতে যোগ দেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মেহেদী পড়াশোনা শেষ করে আইনচর্চা করছিলেন। ১৬ জুন পারিবারিক কলহের জেরে চাচাত ভাইদের হাতে তিনি খুন হন। কয়েকদিন পার হলেও পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারেনি। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

মানববন্ধনে জহুরুল হক হল শাখা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় বক্তব্য দেন রাজীবের বন্ধু জহুরুল হক হলের শিক্ষার্থী হাসান রাশিদুজ্জামান বিপ্লব।মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর