রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

ভেজাল স্যানিটাইজারে সয়লাব বাজার

৮ মামলায় ৫১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯ ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শানুযায়ী একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাসহ মাস্ক ব্যবহার ও হাত পরিষ্কার রাখছে মানুষ। তবে এ সুযোগেই কিছু অসাধু ব্যক্তি  ভেজাল, মানহীন ও নকল জীবাণুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করে সাধারণ নাগরিকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। গতকাল রাজধানীর বেশ কয়েকটি ওষুধের দোকান ও ফুটপাথে অভিযান চালিয়ে এমন দৃশ্য দেখা যাওয়ায় অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা এসব তথ্য জানান, তিনি বলেন, গতকাল বেলা ১১টা  থেকে দুপুর ১টা পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদফতরের দুজন তত্ত্বাবধায়ক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার শেখ  মোহাম্মদ শামীমের সহায়তায় অভিযান চালানো হয়।

 সে সময় রাজধানীর শাহবাগ, আজিজ সুপার মার্কেট ও তোপখানা রোড এলাকার মেসার্স শাহরীন ড্রাগস, মেসার্স মুক্তি ড্রাগ স্টোর, মেসার্স ওয়ার্ল্ড ফার্মা, মেসার্স সেবা মেডিসিন কর্নার, মেসার্স  মেডিকোর্স ফার্মেসি ও মেসার্স ভুঁইয়া ফার্মেসিতে অভিযানে গিয়ে দেখা যায় স্যাবলন, ভাইটা কেয়ার ও গ্রীন টাচ ইন্সটেন্ট হ্যান্ড স্যানিটাইজারসহ নানা মানহীন করোনা সুরক্ষা সামগ্রী বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের বিষয়ে তারা প্রয়োজনীয় কাগজ  দেখাতে পারেনি। এ ছাড়াও ওইসব এলাকার ফুটপাথেও দোকানগুলোতেও এমন দৃশ্য দেখা যায়। তাই মোট ৮টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা করাসহ ভবিষ্যতের জন্য সাবধান করা হয়। সাধারণ নাগরিকদের এসব কেনার ক্ষেত্রে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, এসব ব্যবহারের ফলে সুরক্ষা থাকার চেয়ে আরও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। তাই কেনার আগে স্যানিটাইজার  দেখে নিন। বোতল বা টিউবের গায়ে এমএফজি লাইসেন্স, এমএ নং পরীক্ষা করে কিনুন। ডিএমপি রমনা অঞ্চলের সহকারী কমিশনার শেখ মোহাম্মদ শামীম বলেন, ভেজালকারীদের ছাড় নেই। আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর