রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

রাসিকের ৯৯৬ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আয় ও ব্যয়ের হিসাব সমান রেখে রাজশাহী সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থবছরে ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা ৯২ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। গতকাল রাজশাহী সিটি করপোরেশনের এনেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এই বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে ৯টি অগ্রাধিকার কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের গত বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে আকারে এবারের বাজেট প্রায় দ্বিগুণ। এর আগে ২০১৯-২০ অর্থবছরে রাসিক ৫৪৭ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছিল। পরে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৪৭৩ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার টাকা।  এবারের বাজেটে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাখা হয়েছে বিশেষ বরাদ্দ।

 করোনাকালে এতো বড় বাজেট বাস্তবায়ন কীভাবে সম্ভব হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র খারুজ্জামান লিটন জানান, স্বপ্নচূড়া ও দারুচিনি মার্কেটে সিটি করপোরেশনের অংশ বিক্রি করা হলে একটি বড় অংকের রাজস্ব আসবে। প্রকল্প খাত থেকে ৪০ কোটি টাকা ব্যয়ে শালবাগান মার্কেট তৈরি হলে সেখান থেকেও রাজস্ব আসবে। সরকারি-বেসরকারি সহায়তা থাকবে। সালভেজ ম্যাটারিয়াল ও অ্যাসফল্টপ্ল্যান্টের মাধ্যমে আয় বৃদ্ধি করা হবে। ফলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে।

সর্বশেষ খবর