সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

শহরে প্রযুক্তিনির্ভর, গ্রামে বেড়েছে পারিবারিক সংঘাত

অপরাধ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম নগর ও গ্রামে পাল্টে গেছে অপরাধের ধরন। শহর এলাকায় প্রযুক্তিনির্ভর অপরাধ গাণিতিক হারে বাড়লেও গ্রামের চিত্র একেবারেই ভিন্ন। গ্রাম এলাকায় বেড়েছে পারিবারিক সংঘাত ও দ্বন্দ্ব। উভয় প্রেক্ষাপটেই অপরাধ নিয়ন্ত্রণে বিচারিক কার্যক্রম পুরোদমে চালু এবং প্রশাসনের কঠোর অবস্থান গ্রহণের তাগিদ দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন বলেন, ‘করোনাকালে পেশাদার অপরাধীরা ঘরবন্দী থাকলেও তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমেনি। তাই ঘরে বসেই অপরাধের রূপ পরিবর্তন করে পেশা অব্যাহত রেখেছে। অপরাধ নিয়ন্ত্রণে বিচারিক কার্যক্রম পুরোদমে চালু করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।’ সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) শ্যামল কান্তি নাথ বলেন, ‘প্রযুক্তিনির্ভর অপরাধ দমন করতে সিএমপির প্রত্যেক ইউনিটকে কাজ করতে বলা হয়েছে। এছাড়া কাউন্টার টেররিজম ইউনিটও এ বিষয়ে কাজ করছে। সব ইউনিটকে সমন্বয় করে অপরাধ দমনে কাজ করছে সিএমপি।’ তথ্য-প্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল চৌধুরী বলেন, ‘ঘরে অবস্থান করার কারণে অনেকে প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে বিগত সময়ের চেয়ে বেশি। হাতে অফুরন্ত সময় থাকার কারণে অনেকে আবার প্রযুক্তিনির্ভর অপরাধে জড়িয়ে পড়েছে। প্রযুক্তিনির্ভর অপরাধ বেড়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। জানা যায়, করোনা প্রাদুর্ভাব পরিস্থিতিতে কিছু অপরাধ নিয়ন্ত্রণে থাকলেও চট্টগ্রাম শহর ও গ্রামে জ্যামিতিক হারে বেড়েছে কিছু অপরাধ।

শহর এলাকার সংঘটিত অপরাধগুলোর সিংহভাগই হচ্ছে প্রযুক্তিনির্ভর। এসব অপরাধের মধ্যে রয়েছে করোনা রোগীর জন্য প্লাজমা দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়া, রক্তদানের নামে টাকা হাতিয়ে নেওয়া, করোনাকালে মানবিক সংগঠনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বোস্টিং পোস্ট নিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়, অনলাইন শপিংয়ের নামে প্রতারণা অন্যতম। তবে শহরের চেয়ে গ্রামের চিত্র একেবারে ভিন্ন। গ্রামাঞ্চলে পারিবারিক কলহ, প্রতিবেশীর সঙ্গে বিরোধ, ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এসব ঘটনায় খুনের ঘটনাও হচ্ছে। এরই মধ্যে চাচীর হাতে শিশু, স্বামীর হাতে স্ত্রী, ভাইয়ের হাতে ভাই কিংবা বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। একই সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ইয়াবা পাচারও বেড়েছে বিগত সময়ের চেয়ে অনেক বেশি।

সর্বশেষ খবর