সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

খুলনা থানার সেই ওসি ক্লোজড

বিএমএ’র কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ডা. আব্দুর রকিব খান হত্যার ঘটনায় মামলা নিতে বিলম্ব ও আসামিদের গ্রেফতারে গড়িমসি করার অভিযোগে চিকিৎসকদের দাবির মুখে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। থানায় ওসি না থাকায় বুলবুল ওসি’র অতিরিক্ত দায়িত্বও পালন করতেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। হরিণটানা থানার ওসি আশরাফুল আলমকে খুলনা সদর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।  এদিকে মামলার সব আসামি গ্রেফতার ও ওসিকে ক্লোজ করায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, চিকিৎসকদের দেওয়া আল্টিমেটামের ৭২ ঘণ্টা শেষ হওয়ায় গতকাল দুপুরে বিএমএ’র জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডা. রকিব হত্যায় জড়িত আসামিদের গ্রেফতার ও ওসি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা ও রকিব হত্যা মামলাটি দ্রুত বিচার আইনে পরিচালনার আহ্বান জানানো হয়েছে।রোগীর স্বজনদের হামলায় ১৬ জুন খুলনার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. রকিব খান হত্যার ঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতার ও মামলা নিতে বিলম্ব হওয়ায় খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে ১৭ জুন দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন। তবে ১৭ জুন রাতে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করলে ৭২ ঘণ্টার মধ্যে বাকি আসামি গ্রেফতার ও ওসিকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত করে চিকিৎসকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর