সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

রাসিকের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় আসছে পরিবর্তন

২৬ মোড়ে বসবে আধুনিক সিগন্যাল

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহী মহানগরীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় আসছে পরিবর্তন। আগামী অর্থবছরে আধুনিক সিগন্যাল চালুর উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। এজন্য বাজেটে বরাদ্দও রাখা হয়েছে। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, ২০২০-২১ অর্থবছরের বাজেটে নগরীতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। নগরীর ২৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করা হবে। পরিকল্পনাটি ভারতীয় ঋণ ও সরকারের জিওবি তহবিলের আওতায় বাস্তবায়ন হবে। প্রকল্পের ডিপিপি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলে ২০২০-২১ অর্থবছরের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করা হবে। সময়ের ব্যবধানে বিভাগীয় রাজশাহী মহানগরীতে মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। আর ডিজিটাল যুগে এসে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ও গতি নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে হাতের ইশারায় সড়কের চলন্ত যানবাহন নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এতে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালক ও পথচারীদের। সড়কে বাড়ছে দুর্ঘটনাও। স্বয়ংক্রিয়ভাবে যান চলাচলের গতি নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ১৯৯৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিন দফায় নগরীর ২০টি বেশি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে। সিটি করপোরেশনের যন্ত্র ও বিদ্যুৎ বিভাগ জানায়, ২০১০ সাল থেকে বিকল হয়ে পড়ে সিগন্যাল বাতিগুলো। জানা যায়, প্রায় ২১ বছর আগে দেড় কোটি টাকা ব্যয়ে তিন দফায় নগরীর বিভিন্ন এলাকায় স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল বাতিগুলো। এর মধ্যে ১৯৯৪ সালে ৩৬ লাখ টাকা ব্যয়ে নগরীর সিঅ্যান্ডবি, লক্ষ্মীপুর, বিন্দুর মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট, মণি চত্বর ও তালাইমারী মোড়ে ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয়। পরে ২০০২ সালে ৪৯ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ গেট, বহরমপুর বাইপাস রোড, কোর্ট স্টেশন মোড়, কাশিয়াডাঙ্গা নতুন বাইপাস মোড় ও কাশিয়াডাঙ্গা পুরনো সড়ক মোড় এলাকায় বসানো হয় ট্রাফিক সিগন্যাল বাতি। এরপর ৫৫ লাখ টাকা ব্যয়ে মধ্যশহরের উৎসব সিনেমা হল মোড়, সাগরপাড়া বটতলা, শিরোইল স্টেশন মোড়, শহীদ জিয়া শিশু পার্কের সামনের মোড় ও নওদাপাড়া আম চত্বর মোড় এলাকায় ট্রাফিক সিগন্যাল বসানো হয়।

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুৎ) রেয়াজাত হোসেন বলেন, ‘আমরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করছি। এজন্য একটি পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর