শিরোনাম
সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে ঘরে বসেই মিলছে করোনার রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে ভোগান্তি কমানোর উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তরুণ চিকিৎসকদের একটি টিম তৈরি করেছে ওয়েবসাইট। এ ওয়েবসাইটে ঘরে বসে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে। গতকাল দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নমুনা প্রদানকারী www.ysab.info/Coronactg লিংকে প্রবেশ করে নিজের মোবাইল নম্বর (নমুনা প্রদানের সময় দেওয়া) দিয়ে কভিড-১৯ টেস্টের ফলাফল দেখতে পারছেন। ইয়াং সোশ্যাল অ্যাক্টিভিজম বোর্ড- ওয়াইস্যাব (www.facbook.com/ysab.bd) এর কারিগরি ও স্বেচ্ছাসেবী সহায়তায় চট্টগ্রাম ও নিকটবর্তী জেলাসমূহের কভিড-১৯ রিপোর্ট পেতে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়। এখন থেকে মোবাইল নম্বর ব্যবহার করে  ঘরে বসে মিলবে করোনার

নমুনা পরীক্ষার ফলাফল। যদি মোবাইল নম্বরের ডিজিট ভুল হয়ে থাকে তাহলে নমুনা প্রদানকারীর নাম, বয়স এবং নমুনা প্রদানের তারিখ দিয়ে খুব সহজে রিপোর্ট পাওয়া যাবে। পরিবারের সবাই একই মোবাইল নম্বর দিয়েও রিপোর্ট পেতে পারেন।

ওয়াইস্যাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, ‘এ ওয়েবসাইটের মাধ্যমে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই করোনার নমুনার রিপোর্ট পাওয়া যাবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর