মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

করোনার থাবায় রেলওয়ের ২০০ স্টাফ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তাসহ প্রায় ২০০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ও উপসর্গ দেখা দেওয়া প্রত্যেকেই বর্তমানে হাসপাতাল ও আইসোলেশনে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, পূর্বাঞ্চল রেলের প্রায় ২০০ জন উপসর্গসহ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-ডিএন-১ (ঢাকা) মোস্তাফিজুর রহমান, ডিএন-১ ঢাকার প্রধান সহকারী, বিভাগীয় পরিবহন কর্মকর্তা ঢাকা মইনুদ্দিন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইন্সপেক্টর সিরাজুদ্দিন, আরএনবির সিআই ফিরোজ মিয়া, আরএনবির সিআই মুজিবুল হক, ওয়েম্যান আনোয়ার, জেএলআই মঈনুদ্দিন, সিওপিএস, সিএমই, আরএনবি, সিএসটি, সিসিএস, বৈদ্যুতিক বিভাগ এবং রেলের আরও কয়েকটি দফতরের ঊর্ধ্বতন ও কর্মচারী মিলে প্রায় ২০০ জনের মতো আক্রান্ত হয়েছেন। পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই) মো. সুবক্তগীন বলেন, রেলের দুটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন দেওয়ার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। সে জন্য কর্মকা-ও শুরু হয়েছে। পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) ফকির মো. মহিউদ্দিন বলেন, আমার বিভাগের মধ্যে প্রায় ৫০ জন করোনায় উপসর্গ আছেন এমন স্টাফদের সরকারি নির্দেশনা মোতাবেক অফিস করতে নিষেধ করেছি। রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, রেলওয়ের হাসপাতালগুলোতে করোনার পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী, সেন্ট্রাল অক্সিজেন এবং করোনা টেস্ট করার ব্যবস্থার দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর