শিরোনাম
মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

ডিএনসিসির ৪০টি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী শনাক্তে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোট ৪০টি কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গতকাল নতুন আরও ১৩টি স্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে। ডিএনসিসি সূত্রে জানা যায়, এই সিটি করপোরেশন এলাকায় মোট ৪০টি স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। পরীক্ষাগুলো হচ্ছে-এনএস১, আইজিজি এবং আইজিএম। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯টা-দুপুর ২টা পর্যন্ত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।

এসব কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল তাৎক্ষণিকভাবে জানা যাবে। তবে ডেঙ্গু পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর