বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা
পর্দা কেলেঙ্কারি

দুই আসামির জামিন স্থগিত চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত ‘পর্দা কেলেঙ্কারির’ ঘটনায় করা মামলায় দুই আসামিকে শর্তসাপেক্ষে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান। আজ দুপুর ১২টায় বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার জজ আদালতে আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এর আগে ২১ জুন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ আসামিদের জামিন দেয়। আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেন। এ দুজন বিচারিক আদালতে আত্মসমর্পণের পর ৪ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন।

 গত বছরের ২৭ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ফরিদপুরের বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। ফরিদপুরে দুদকের সহকারী পরিচালক কমলেশ মন্ডল মামলাটি রেকর্ড করেন (মামলা নম্বর-৪)। আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য অপ্রয়োজনীয় এবং অবৈধভাবে প্রাক্কলন ব্যতীত বেশি দামে যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা করার অভিযোগে ৪০৯/৫১১/১০৯ ধারায় দন্ড   বিধির ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর