বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

অটোমোবাইলের খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক কমাতে হবে

----- আবদুল মাতলুব আহমাদ

নিজস্ব প্রতিবেদক

অটোমোবাইলের খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক কমাতে হবে

প্রস্তাবিত জাতীয় বাজেটে অটোমোবাইল খাতে সব ধরনের খুচরা যন্ত্রাংশের শুল্কমুক্ত আমদানি সুবিধা দাবি করেছেন বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বামা সভাপতি ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, করোনার কারণে ডলারের সংকট তৈরি হবে। নতুন গাড়ি আমদানিতে বিঘ্ন হবে। তাই চলমান গাড়িগুলোই যাতে আগামী দু-তিন বছর চলতে পারে, সেজন্য খুচরা যন্ত্রাংশ আমদানিতে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা দিতে হবে। গতকাল অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে  এসব কথা বলেন বামা সভাপতি ও ব্যবসাযী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এতে আরও বক্তব্য দেন রানার গ্রপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, বামা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দ্বীন ও র‌্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী। সংবাদ সম্মেলনে আবদুল মাতলুব আহমাদ বলেন, চীন ও ভারত থেকে আসা লাইট ট্রাকগুলোকে পিকআপ বলে ভুল রেজিস্ট্রেশন করা হচ্ছে। অবিলম্বে দেশের স্বার্থে এটা বন্ধ করা হোক। পিকআপের সঠিক সংজ্ঞায়নের দাবি করেন তিনি। তার মতে, বাংলাদেশ শিগগিরই ইলেকট্রিক কার তৈরি করতে পারবে। বামার সাবেক সভাপতি রানার গ্রপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, করোনার কারণে তিন মাসে অটোমোবাইল খাতে আনুমানিক ৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তার দাবি, গ্রামীণ জনপদের পরিবহন থ্রি হুইলারের রেজিস্ট্রেশন উন্মুক্ত করা হোক। এতে সরকার প্রতি বছর শুল্ক, কর ও ভ্যাট বাবদ ২ হাজার কোটি টাকা আয় করতে পারবে। বামার সহসভাপতি ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ বলেন, ট্রাক আমদানি থেকে শুল্ক ও ভ্যাট বাবদ সরকার প্রতি বছর আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ আয় করছে।

বামার যুগ্মসম্পাদক র‌্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কর্মসংস্থানে গণপরিবহন হিসেবে আগামীতে যাত্রীদের উন্নত মডেলের এসি বাস, আর্কিলুটেড বাস ও এয়ার সাসপেনশন বাস সেবা দেওয়ার অঙ্গীকার করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর