বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

পুলিশ কনস্টেবল নিয়োগ অনলাইনভিত্তিক করার নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক

প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য যথাযথ সিকিউরিটি ফিচারস অনুসরণ করতে হবে, যাতে কেউ ভুয়া ঠিকানা বা ভুল তথ্য দিয়ে চাকরি না পায়। অথবা কোনো অসাধু চক্র কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। নিয়োগপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদি ও উন্নত প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ এবং তাদের ক্যারিয়ার প্ল্যান প্রস্তুত করে তা বাস্তবায়ন করতে হবে। এর আগে ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরেক সভায় আইজিপি দেশের সম্ভাবনাময় পর্যটনশিল্প বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট স্পটসমূহে দেশি-বিদেশি পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা ও স্বচ্ছন্দ অবস্থান নিশ্চিতের জন্য ট্যুরিস্ট পুলিশের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। আইজিপি বলেন, ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইট ও পেজসমূহ ব্যবহারকারী-বান্ধব হতে হবে, যাতে পর্যটকরা সহজেই তার কাক্সিক্ষত পর্যটন স্পটের অবস্থান, নিরাপত্তা, সুযোগ-সুবিধাসহ বিস্তারিত তথ্য জানতে পারেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর