বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

সরকার মানুষের দুঃখ কষ্ট বুঝতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেছেন, সরকার মানুষের দুঃখ-কষ্ট বুঝতে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। করোনা মহামারীর মধ্যেও সন্ত্রাস, চাঁদাবাজি, ধোঁকাবাজি, খুন-খারাবি ও গুনাহের কাজ চলছে। বিদ্যুৎ বিল কম হওয়ার কথা, অনুমানভিত্তিক বিদ্যুৎ বিল করে মানুষের উপর জুলুম করা হয়েছে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন,  মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা প্রমুখ। তিনি বলেন, সবাইকে অপরাধ ও গুনাহ ছেড়ে আল্লাহর দরবারে তাওবার মাধ্যমে কান্নাকাটি করতে হবে।

 আল্লাহর দেওয়া বিধি-বিধান মতে পরিচালনার অঙ্গীকারই আমাদের নাজাত দিতে পারে। বাড়ির মালিকদের প্রতি বলেন, ভাড়া মওকুফ করে দিয়ে অধিক সওয়াব হাসিল করুন। মিল ফ্যাক্টরিতে শ্রমিকদের চাকরিতে বহাল রাখুন। আল্লাহ বাণিজ্যে বরকত দান করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর