বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

খুলনায় জমজমাট মাদক ব্যবসা

ফের সংঘবদ্ধ হচ্ছে অপরাধীরা

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় সংঘবদ্ধ অপরাধ আবারও মাথাচাড়া দিয়েছে। করোনার মধ্যেও গ্রুপ করে বখাটে যুবকরা মাদক বেচাকেনা ও চাঁদাবাজির মতো অপরাধে যুক্ত হচ্ছে। জানা যায়, ২০১৯ সালের ২২ জানুয়ারি নগরীর শেখপাড়া জনকণ্ঠ ও রেশন গলি থেকে ইয়াবাসহ জুয়েল হাসান আরমান ও মো. হোসেনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় ইয়াবা বিক্রির অভিযোগে মামলা হয়। একই গ্রুপের সদস্যরা চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এক ব্যবসায়ীকে অপহরণ করে মারপিট ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার হয়। এ ঘটনায়ও সোনাডাঙ্গা থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। তবে দুই মামলায় জামিন নিয়ে অপরাধীরা আবারও জমজমাট ইয়াবা ব্যবসা শুরু করেছে। শেখপাড়া জনকণ্ঠ ও রেশন গলি এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বখাটে যুবকরা প্রকাশ্যে সড়কে দাঁড়িয়ে আড্ডা ও ইয়াবা বিক্রি করে। একইভাবে নগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ীরা সক্রিয় হয়েছে। এতে যুক্ত হয়ে কিশোর-যুবকরা নানা অপরাধমূলক কর্মকা-ে জড়াচ্ছে। নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, বলেন, ‘করোনার মতো মহামারীর মধ্যেও মাদক বেচাকেনা দিন দিন বাড়ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ রেজুলেশন করে মাদকমুক্ত খুলনা চাই ঘোষণা দিয়েছে। এ কারণে আমরা পুলিশকে বলব যে কোনো মূল্যে মাদক ব্যবসা যেন বন্ধ হয় সেই পদক্ষেপ নিতে হবে।’ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, পুলিশের সামনেই জমজমাট মাদক ব্যবসা চলছে। এর কোনো প্রতিকার নেই। যারা আইনের রক্ষক তাদের পেয়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। এভাবে সমাজকে চলতে দেওয়া যায় না।

তবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, অপরাধ দমনে পুলিশ সক্রিয় রয়েছে। বিশেষ করে মাদক নির্মূলে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা এলাকাভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা করে ব্যবস্থা নেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর