বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

হাড়িভাঙা আম পয়লা জুলাই থেকে বিভিন্ন স্থানে যাবে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের সুস্বাদু হাড়িভাঙা আম কৃষক বন্ধু ডাক সেবার মাধ্যমে দেশের বিভিন্নস্থানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদফতরের সহায়তায় ডাক বিভাগের মাধ্যমে অর্ধেক ভাড়ায় হাড়িভাঙার উৎপাদন এলাকা মিঠাপুকুরের চারটি স্পট থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কৃষি বিপণন অধিদফতর ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে বিআরটিসির ট্রাকের মাধ্যমে ওই চার স্পট থেকে ৫০ শতাংশ কম ভাড়ায় আম পাঠানো হবে। স্পটগুলো হচ্ছে ময়েনপুর ইউনিয়নের কদমতলাহাট এবং খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ, তেকানী বাজার ও মাঠেরহাট। ১ জুলাই থেকে এই আম পাঠানো কার্যক্রম শুরু হবে। এদিকে জুন মাসের তৃতীয় সপ্তাহে গাছ থেকে এই আম পাড়া হয়। এবারে আনুষ্ঠানিকতা ছাড়াই কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গাছ থেকে আম পাড়া ও বাজারজাত শুরু হয়েছে। রংপুরের হাটবাজারে পাইকারি ও খুচরা ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই হাড়িভাঙা আম। কৃষি বিপণন অধিদফতর রংপুরের উপ-পরিচালক আনোয়ারুল হক জানান, ইতিমধ্যে চাষিদের আম সংগ্রহসহ আধুনিক বিপণন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের জন্য কৃষি বিপণন অধিদফতরের চারটি স্পটে চারজন ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া রংপুরের হাড়িভাঙা আম কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘেœ পরিবহনের জন্য উপজেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদফতরের ব্যবস্থাপনায় কৃষক বন্ধু ডাক সেবার বিআরটিসির ট্রাকে স্টিকার লাগানোর ব্যবস্থা করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুরের উপ-পরিচালক ড. সরোয়ারুল হক জানান, এ বছর রংপুর জেলায় তিন হাজার হেক্টরের বেশি জমিতে আমের ফলন হয়েছে। এর মধ্যে হাঁড়িভাঙার ফলন হয়েছে এক হাজার ৭৫০ হেক্টরে। আশা করা হচ্ছে, প্রায় ৩০ হাজার মেট্রিকটন হাঁড়িভাঙা আমের উৎপাদন হবে। এখান থেকে প্রায় ১১৫ কোটি টাকার বিপণন হওয়ার আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর