বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা
সার্বিক প্রভাব পড়বে দেশের বাজারে

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ভালো নেই

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ভালো নেই

করোনাকালে ভালো নেই দেশের অন্যতম পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জ। ক্রেতা সংকটের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে বাণিজ্য কমেছে ৮০ থেকে ৯০ শতাংশ। এভাবে চলতে থাকলে ক্ষতিকর প্রভাব পড়বে দেশের ভোগ্যপণ্য বাজারে। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা কোরবানি সামনে রেখে ঘুরে দাঁড়াবে বাণিজ্য কেন্দ্র। প্রাণচাঞ্চল্য হয়ে উঠবে চাক্তাই খাতুনগঞ্জ। ক্রেতারা হবে চাক্তাই-খাতুনগঞ্জমুখী।

তাই কোরবানিকে সামনে রেখেই স্বপ্ন বুনছেন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন বলেন, করোনা প্রাদুর্ভাব পরিস্থিতির শুরু থেকে চাক্তাই খাতুনগঞ্জের বাণিজ্য নি¤œমুখী। করোনাভীতির কারণে অনেক ব্যবসায়ী চাক্তাই খাতুনগঞ্জে আসছেন না। এভাবে চলতে থাকলে ক্ষতিকর প্রভাব পড়বে দেশের ভোগ্যপণ্যের বাজারে। জানা যায়, দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জকে ঘিরে চলে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাণিজ্য।  দেশের ভোগ্যপণ্যের বাজার বেশির ভাগ নিয়ন্ত্রণ হয় এ পাইকারি বাজারকে ঘিরে। চাক্তাই খাতুনগঞ্জের কয়েকজন ব্যবসায়ী নেতা বলেন, করোনা প্রাদুর্ভাব পরিস্থিতিতে ব্যবসায়ী ও ব্যবসাসংশ্লিষ্ট অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারাও গেছেন কয়েকজন। ফলে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। তাই অনেক ব্যবসায়ী সীমিত আকারে করছেন ব্যবসা বাণিজ্য। অনেক আমদানিকারক আবার করোনাকালে একবারের জন্যও আসেননি চাক্তাই খাতুনগঞ্জে। তারা ম্যানেজার ও স্টাফদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। দেশের অন্যতম এ পাইকারি বাজারের দুরবস্থার ক্ষতিকর প্রভাব পড়তে পারে ভোগ্যপণ্যের বাজারেও।

খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সভাপতি সোলায়মান আলম বাদশা বলেন, করোনা পরিস্থিতির কারণে চাক্তাই খাতুনগঞ্জে ব্যবসার বর্তমান অবস্থা খুবই নাজুক। নিত্যপ্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত আমদানি হলেও ক্রেতা নেই। তাই ব্যবসায়ীরা চরম বেকায়দায় পড়েছেন। সামনে কোরবানির ঈদ। কোরবানিকে সামনে রেখে চাঙ্গা হওয়ার স্বপ্ন দেখছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর