বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা
হাই কোর্টের পর্যবেক্ষণ

গৃহকর্মী খাদিজা নির্যাতন মামলায় মানবাধিকার কমিশন ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক

মিরপুরের গৃহকর্মী খাদিজার নির্যাতনের মামলায় মানবাধিকার রক্ষা এবং প্রতিকার দিতে কমিশন মারাত্মকভাবে অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাই কোর্ট। খাদিজাকে নির্যাতনের মামলায় হাই কোর্টের ঘোষিত পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে খাদিজার নির্যাতনের বিষয়ে শুনানি করে ক্ষতিপূরণ বা যে কোনো সুপারিশ করতে মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। কমিশনের খসড়া বিধিমালা দ্রুত অন্যান্য মানবাধিকার সংগঠনের সঙ্গে আলোচনা করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে। সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের বিষয় অনুসন্ধান বা তদন্ত করে সুপারিশ করার ক্ষমতা প্রয়োগের জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। কোনো সরকারি কর্মকর্তা কমিশনের আদেশ পালন না করলে হাই কোর্টে আবেদন করতে বলা হয়েছে। এ ছাড়া সে সময় (ঘটনার পরপরই) কমিশন যেভাবে আদেশ দিয়েছে তাও প্রশ্নবিদ্ধ বলে রায়ে উল্লেখ করেছে আদালত। ৩১ পৃষ্ঠার রায় প্রকাশের বিষয়টি গতকাল সাংবাদিকদের জানান রিটকারী আইনজীবী মো. আবদুল হালিম। আদালতের রায়ের বিষয়ে তিনি বলেন, মানবাধিকার কমিশন ওই সময়ে বারবার তদন্ত করেও ব্যর্থতার প্রমাণ দিয়েছে, যা মানবাধিকার কমিশনের গাফিলতি। রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজা নির্যাতনের ঘটনায় মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন ২০১৮ সালের ২২ ডিসেম্বর হাই কোর্টে রিট দায়ের করেছিল। সেই রিটের শুনানিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথাযথ প্রতিকার দিতে জাতীয় মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাই কোর্ট। একই সঙ্গে ২০১৩ সালে রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজাকে (১২ বছর বয়স) নির্যাতনের ঘটনায় কেন পদক্ষেপ নেওয়া হয়নি সে ব্যাপারে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে স্বরাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

ওই রিটের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালের ১১ নভেম্বর রায় দেয় হাই কোর্ট। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর