বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

খুলনায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

অবশেষে খুলনা মহানগরীতে মাদকের বিরুদ্ধে সক্রিয় হয়েছে পুলিশ। ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে গ্রেফতার অভিযান শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে বিভিন্ন এলাকা থেকে ২২৬ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় আলাদা তিনটি মামলা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, মাদক নির্মূলে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা এলাকাভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা করে ব্যবস্থা নেবেন।

জানা যায়, করোনা মহামারীর মধ্যেও নগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ীরা সক্রিয় হয়েছে। এতে যুক্ত হয়ে কিশোর-যুবকরা মাদক বেচাকেনা, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকান্ডে জড়াচ্ছে। ২৪ জুন বাংলাদেশ প্রতিদিনে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পরই অভিযান শুরু করে পুলিশ।

 কেএমপির অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মাদকের বিরুদ্ধে নগরীজুড়ে মনিটরিং জোরদার করা হয়েছে। প্রতিটি থানায় পুলিশকে আরও সক্রিয় করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর