বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

পুলিশে আরও ১৪৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারী করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে শুরু থেকেই চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ পুলিশ। যে কারণে পুলিশে সংক্রমণ বেশি। এ পর্যন্ত পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৪৩ জন, যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। গতকাল পুলিশ সদর দফতর সূত্র এসব তথ্য জানিয়েছে। সূত্র বলছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনের পাশাপাশি এই বৈশ্বিক মহামারীতে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে পুলিশ। তবে তাদের মধ্যে পুলিশের ৫ হাজার ৫১২ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোয়ারেন্টাইনে আছেন ৯ হাজার ৩৪৫ জন এবং আইসোলেশনে আছেন ৩ হাজার ৯৬৩ জন পুলিশ সদস্য। করোনা আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)।

এ পর্যন্ত ডিএমপিতে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮০ জন সদস্য। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুলিশের ৩৫ জন সদস্য মারা গেছেন।

পুলিশ বলছে, সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর